Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাকচর ইউনিয়নের ইতিহাস

 শাকচর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন । উক্ত ইউনিয়নটি লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বৃহত্তম ইউনিয়ন ছিল । ২০০৮ সালে ইউনিয়ন টি ৩ভাগে ভাগ করা হয়। ইউনিয়নটি বর্তমানে ১৬নং শাকচর ইউনিয়ন নামে পরিচিত।

অত্র ইউনিয়নটি লক্ষ্মীপুর জেলা ও উপজেলা শহর থেকে পশ্চিম দক্ষিণ কোণে অবস্থিত। এটি ২০১১সালে ইউনিয়ন পরিষদ র্নিবাচনে নব গঠিত ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।অত্র ইউনিয়নের নিজস্ব কোন ভবন নাই। স্থানীয় জব্বার মাষ্টার হাটে(জে,এম,হাট)একটি ঘর ভাড়া ঘরে অস্থায়ী কার্যালয় হিসাবে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হয়। ইউনিয়নটির পশ্চিমে ৪নং চররুহিতা ইউনিয়ন, পূর্বে লক্ষ্মীপুর পৌরসভা ও ২১নং টুমচর ইউনিয়ন, দক্ষিণে ২০নং চররমনী মোহন ইউনিয়ন, উত্তরে লক্ষ্মীপুর পৌরসভা ও ৪ নং চররুহিতা ইউনিয়ন।

এর আয়তন-০৯ বর্গ কিঃমিঃ, মৌজা- ০৩টি, গ্রাম- ০৩টি, মৌজা- ক) শাকচর- ৯৫ খ) দহশালা শাকচর-২৬১ গ) দহশালা টুমচর-২৫৯, 

জনসংখ্যা  ক) পুরুষ- ১০০৩৯ খ) মহিলা- ১০০০০ = মোট ২০,০৩৯, ভোটার পুরুষ- ৫৩৬৮  ভোটার মহিলা-৫১৬৫  মোট = ১০৫৩৩