তারিখ |
বাদী |
বিবাদী |
মামলার রায় |
১২/১১/১২ |
কামাল হোসেন |
আবদুল হাশেম |
অদ্য তারিখ বাদী হাজির আছে। বিবাদী পক্ষে দুই জন হাজির আছেন।উভয় পক্ষের মনোনীত প্রতিনিধগন হাজির আছেন। উভয় পক্ষের দখলীয় পরিমাপের আলোকে ১ম পক্ষে কাগজ পত্রের হিসাব অনুযায়ী ও সরজমিনে পরিমাপের আলোকে ও দ্বিতীয় পক্ষে কাগজ পত্রের হিসাব অনুযায়ী ও সরজমিনে পরিমাপের আলোকে জে, এম,হাট বাজার কমিটির সাথে ভূমি নিয়ে বিতর্ক থাকায় উভয় পক্ষকে উক্ত ৯৬ নং ও ৯৭ নং খতিয়ানে উভয় জমার বাজার সহ উভয় পক্ষকে যার যার পূবে দখল বজায় রাখিয়া স্থিতি অবস্থায় শান্তি পূর্ণ সহবস্থানে ভোগ দখল করতে বলা হইল। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস