রহমতখালী খাল : এটি ২৫৯নং দহশালা টুমচর মৌজায় অবস্থিত।
গ্রাম: টুমচর, ডাকঘর: জে, এম,হাট, সদর, লক্ষ্মীপুর।
রহমতখালী খালটি বয়ে গেছে অত্র ইউনিয়নের একপাশ দিয়ে। যার মাধ্যমে ইউনিয়নটির বর্ডার নির্নয় করা হয়েছে।
রহমত খালী খালের মাধ্যমে লক্ষ্মীপুর পৌরসভা ও ১৬নং শাকচর ইউনিয়নটি পৃথক করা হয়েছে।
গরুর খাল : এটি ৯৫ নং শাকচর মৌজায় অবস্থিত।
গ্রাম: শাকচর, ডাকঘর: জে,এম,হাট, সদর, লক্ষ্মীপুর।
খালটি ইউনিয়ন বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ন। বর্ষার মৌসুমে এই খাল দিয়ে বর্ষার পানি নিষ্কাশন করা হয়।
সেচ মৌসুমে এই খাল থেকে পানি দিয়ে ইরির চাষাবাদ করা হয়। যার মাধ্যমে কৃষি নির্ভর ইউনিয়নটির কৃষকরা খুবই লাভবান হচ্ছে।
এই ছাড়াও ছোট বড় আরও কিছু কিছু খাল রয়েছে। যেগুলো ইউনিয়ন বাসীর খুবই উপকারে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস