লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৬নং শাকচর ইউনিয়নটি উপজেলা শহর থেকে পশ্চিম দক্ষিণ কোণে জব্বার মাস্টার হাট নামক স্থানে অবস্থিত। ২০১১ সালে এ ইউনিয়নটি প্রতিষ্ঠিত হয়। শাকচর ইউনিয়নের আয়তন ০৯বগ কিঃমিঃ এবং জনসংখ্যা ২০,০৩৯ জন। ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় ভাড়া ভবনে ইউনিয়নের সকল কার্যক্রম সম্পাদিত হয়। এ ইউনিয়নে ০২টি উচ্চ বিদ্যালয়, ০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অত্র ইউনিয়নের অধিকাংশ লোক কৃষি কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। অত্র ইউনিয়নের পশ্চিমে ৪নঙ চররুহিতা ইউনিয়ন, পূর্বে লক্ষ্মীপুর পৌরসভা ও ২১ নং টুমচর ইউনিয়ন, দক্ষিণে ২০নং চররমনী মোহন ইউনিয়ন, উত্তরে লক্ষ্মীপুর পৌরসভা ও ৪নং চররুহিতা ইউনিয়ন। অত্র ইউনিয়নে হাট বাজারের সংখ্যা ০৪ টি। মৌজার সংখ্যা ০৩ টি, যথা শাকচর মৌজা, দহশালা শাকচর মৌজা, দহশালা টুমচর মৌজা। শিক্ষার হার- ৪৫%, জন্ম নিবন্ধন-৯৫%, স্যানিটেশন- ৬০%।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস