Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শাকচর জব্ব‍ার মাষ্টার হাট উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

শাকচর জব্বার মাষ্টার হাট উচ্চ বিদ্যালয়টি লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৬ নং শাকচর ইউনিয়নস্থ শাকচর গ্রামে জনবসতি ও অতি দরিদ্র এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি ০১/০১/১৯৯১ইং সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ০১/০৪/১৯৯৯ইং সনে নিম্ন মাধ্যমিক হিসাবে এম.পি.ও ভূক্ত হয়। এম.পি.ও কোড-১০০১২২১২০১। ০১/০১/২০০৪ইং সনে ৯ম শ্রেণির পাঠদান অনুমতি পায় এবং ০১/০১/২০০৬ইং সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ২০০৬ সাল থেকে এস.এস.সি পরীক্ষায় ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। কুমিল্লা বোর্ড কর্তৃক বিদ্যালয় কোড- ৭০৬১, ইন নম্বর- ১০৬৯২৮। বর্তমানে বিদ্যালয়টিতে ৫৬১ জন ছাত্র/ছাত্রী রয়েছে। শাকচর ইউনিয়ন সহ বৃহত্তর এই অঞ্চলের মধ্যে বিদ্যালয়টির শিক্ষা প্রসারে খুবই গুরুত্ব পূর্ণ অবদান রয়েছে । অত্র বিদ্যালয়ে লক্ষ্মীপুর থেকে রিক্সা ও সিএনজি যোগে যাতায়াত করা যায়। ভাড়া ৩০-৪০ টাকা।