শাকচর জব্বার মাষ্টার হাট উচ্চ বিদ্যালয়টি লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৬ নং শাকচর ইউনিয়নস্থ শাকচর গ্রামে জনবসতি ও অতি দরিদ্র এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি ০১/০১/১৯৯১ইং সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ০১/০৪/১৯৯৯ইং সনে নিম্ন মাধ্যমিক হিসাবে এম.পি.ও ভূক্ত হয়। এম.পি.ও কোড-১০০১২২১২০১। ০১/০১/২০০৪ইং সনে ৯ম শ্রেণির পাঠদান অনুমতি পায় এবং ০১/০১/২০০৬ইং সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ২০০৬ সাল থেকে এস.এস.সি পরীক্ষায় ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। কুমিল্লা বোর্ড কর্তৃক বিদ্যালয় কোড- ৭০৬১, ইন নম্বর- ১০৬৯২৮। বর্তমানে বিদ্যালয়টিতে ৫৬১ জন ছাত্র/ছাত্রী রয়েছে। শাকচর ইউনিয়ন সহ বৃহত্তর এই অঞ্চলের মধ্যে বিদ্যালয়টির শিক্ষা প্রসারে খুবই গুরুত্ব পূর্ণ অবদান রয়েছে । অত্র বিদ্যালয়ে লক্ষ্মীপুর থেকে রিক্সা ও সিএনজি যোগে যাতায়াত করা যায়। ভাড়া ৩০-৪০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস